• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

চার বছরেও চালু হয়নি ট্রেনের ২৫০টি কোচের সিসি ক্যামেরা

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ২১:১৩
চার বছরেও চালু হয়নি ট্রেনের ২৫০টি কোচের সিসি ক্যামেরা
ফাইল ছবি।

চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা সংযুক্ত ২৫০টি কোচ আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে ট্রেন চালানো হলেও চার বছরেও এসব কোচের ক্যামেরাগুলো চালু করা যায়নি। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সিসি ক্যামেরাযুক্ত এসব কোচ কিনলেও মূলত তা কোনো কাজেই আসেনি।

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে একটি ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনের মৃত্যু হয়। এরপর ট্রেনে সিসি ক্যামেরা বসানোর কাজ সিদ্ধান্ত নেয় সরকার। কিছু ট্রেনে সিসি ক্যামেরা বসলেও তা কার্যকর করা যায়নি। কিছু আবার অচল হয়ে গেছে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান গণমাধ্যমকে বলেন, নিজস্ব আইটি বিভাগ না থাকার পাশাপাশি লোকবল না থাকায় বিশেষ এ সেবা চালু করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির জানান, আমদানি করা কোচগুলো নিয়ে কাজ চলছে। সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন 
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা