• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

২ দিনে সারাদেশে সহিংসতার তথ্য জানাল ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ২০:১৪
২ দিনে সারাদেশে সহিংসতার তথ্য জানাল ফায়ার সার্ভিস
ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে গত দুই দিনে ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ২৫টি সহিংসতার আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আজ (বৃহস্পতিকার) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে মোট ১৫টি আগুনের সংবাদ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত দুই দিনে সহিংসতার আগুনের মধ্যে নারায়ণগঞ্জ একটি, গাইবান্ধা জেলায় ২টি, রুংপুর সিটিতে ২টি, কুষ্টিয়ায় একটি, সিরাজগঞ্জে একটি, বরিশালে একটি, নাটোরে একটি, মাদারীপুরে একটি ও ঢাকা সিটিতে ১৫টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এই অগ্নিকাণ্ডে ৬টি বাস, ২টি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল, ২টি রাজনৈতিক দলের অফিস ও একটি টোল প্লাজা, একটি থানা, একটি পুলিশ বক্স, একটি পুলিশের গাড়ি ও ২টি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪২টি ইউনিট ও ২২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন সদস্য আহত হন।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ
নারীকে বাঁচাতে খালে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি