• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মালয়েশিয়ায় যেতে না পারা অধিকাংশ কর্মীর টাকা ফেরত দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২৪, ২১:০৪
মালয়েশিয়ায় যেতে না পারা অধিকাংশ কর্মীর টাকা ফেরত দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
ফাইল ছবি

মালয়েশিয়া যেতে না পারা ৭০ শতাংশ কর্মীর টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বায়রা আমাদের জানিয়েছে ৭০ শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে। তবে ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, বায়রা এখনও তালিকা দেয়নি।

সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান।

তিনি বলেন, মালয়েশিয়া সরকারের কাছে যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগস্টে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিদেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠাতে হবে।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এ বিদেশে বাংলাদেশের শ্রমবাজারটা এখন একটা মহল নষ্ট করতে চাচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়োগকর্তা পরিবর্তনের দায়ে ২২২ বাংলাদেশি আটক
নাটোরে পলকের বিরুদ্ধে আরও এক মামলা
সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা 
মালয়েশিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু