• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ২০:২৯
‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের
ফাইল ছবি

নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

এ ছাড়া সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এদিকে, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে রাজধানীসহ সারাদেশে গণমিছিল ও দ্রোহযাত্রা পালিত হয়েছে। এদিন জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া রাজধানীর বায়তুল মোকাররম, প্রেসক্লাব, শাহবাগ, শহীদ মিনার, উত্তরাসহ আরও অনেকে জায়গায় গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ২ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার
শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি শহীদুল
শুরু হচ্ছে হতাহতদের তথ্য সংগ্রহ