• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

রংপুরে বিচার বিভাগীয় কমিশন

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১২:৪২
রংপুরে বিচার বিভাগীয় কমিশন
ফাইল ছবি

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে রোববার (৪ আগস্ট) রংপুর পৌঁছেছেন তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রংপুর সার্কিট হাউসে ৮ অগাস্ট পর্যন্ত অবস্থান করে তদন্তকাজ পরিচালনা করবেন।

কোটা আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের জানান, তদন্ত কমিশনের কাছে যারা সাক্ষ্য দিতে আসবেন তাদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো হলে কমিশন ছাড় দেবে না।

কমিশন সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার (৫ আগস্ট) সকাল ৯টায় রংপুর সার্কিট হাউজে সহিংসতায় নিহত মো. আবু সাঈদের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। এ ছাড়া ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন জোর করে ৬ বার পরিবর্তন করা হয়: চিকিৎসক
আবু সাঈদ হত্যা মামলায় নতুন আরও ৭ আসামি
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান ও‌ আবু সাঈদের গল্প