• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১৭:২২
শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ
ফাইল ছবি

বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থী-অভিভাবকসহ সবাইকে নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানিয়েছে সরকার।

রোববার (৪ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পরিকল্পনা কমিশন গঠন, চেয়ারম্যান প্রধান উপদেষ্টা
সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা
শামীম হাসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি
মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকার পতনের হুঁশিয়ারি