• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বঙ্গভবনে সমন্বয়করা, রয়েছেন দুই অধ্যাপকও

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২৪, ১৯:০৪
বঙ্গভবনে সমন্বয়করা, রয়েছেন দুই অধ্যাপকও
ফাইল ছবি।

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ডাকে বঙ্গভবনে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে পৌঁছান তারা। এ সময় তাদের সঙ্গে দুইজন অধ্যাপকও ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।

এ ছাড়া সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন।

আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান নাহিদ ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
বড়দিন উপলক্ষে চার্চে সেনাপ্রধান, দিলেন যে বার্তা