• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তৌহিদ হোসেন

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৮:০৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তৌহিদ হোসেন
ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তৌহিদ হোসেনের জন্ম ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০০০ পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন।

উল্লেখ্য, ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন সদস্য। তবে ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম শপথ নিতে পারেননি।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস
রাজনৈতিক ব্যাপারে অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের
অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে: নুর 
নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে: জামায়াত সেক্রেটারি