১৫ আগস্ট বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা সারজিসের
শোক দিবসের নামে ১৫ আগস্ট বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে রাজু ভাস্কর্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশৃঙ্খলা প্রতিহত করতে ১৫ আগস্ট আমরা মাঠে থাকবো। পাল্টা গণ-অভ্যুত্থানের চেষ্টা করলে কেউ গায়েবানা জানাজা পড়ার লোকও খুঁজে পাবে না।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন আমরা রাজপথে থাকবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হকের মতো অনেকেই আমাদের চারপাশে লুকিয়ে রয়েছেন। তাদের প্রতিহত করতে হবে।
সারজিস আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের বা জাতের ছিল না, এটি ছিল সাধারণ শিক্ষার্থী ও জনতার।
ছাত্রজনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনও একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন