• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

জুলাইয়ে সড়কে ঝরেছে ৩৭২ প্রাণ

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৮:৪৭
জুলাইয়ে সড়কে ঝরেছে ৩৭২ প্রাণ
ফাইল ছবি।

চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৩৭২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১২১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনাসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ৯২ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন ময়মনসিংহ বিভাগে।

অন্যদিকে, রোড সেফটি ফাউন্ডেশন তাদের প্রতিবেদন জানিয়েছে, জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৬ জন এবং ১১৩ পথচারী মারা যান।

দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে রোড সেফটি ফাউন্ডেশন সুপারিশগুলো হলো-

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে।
২. চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে।
৩. বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে।
৪. পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে।
৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে।
৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৮. রেল ও নৌ পথ সংস্কার করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে।
৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
১০. সড়ক পরিবহন আইন-২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০
বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল