• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আগামী সপ্তাহেই ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ১৩:৪২
আগামী সপ্তাহেই ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এতথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করব। এ ছাড়া জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে।

এর আগে, এদিন সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক।

পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তাবলীগ জামাতের দুই গ্রুপের সঙ্গে বসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা