ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে শায়খ আহমাদুল্লাহর পোস্ট
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আমাদের ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত এক হাজার ২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শীঘ্রই সহায়তার পরিমাণ ৪ কোটির ঘর স্পর্শ করবে ইনশাআল্লাহ।
‘চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।’
শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, যাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, তাদের ট্রাঞ্জেকশড ডিটেইলসহ বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন