• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

পিএসসির নতুন সদস্য হলেন যারা

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৬:২৫
পিএসসির নতুন ৪ সদস্য হলেন যারা
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চারজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, ড. মো. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

গত ৮ অক্টোবর পিএসসির আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। এ পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

পিএসসি সংস্কার নিয়ে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
প্রাণ গ্রুপে বিশাল নিয়োগ, নেবে ৩০০ জন
বিএফআইইউর প্রধান নিয়োগে আলোচনায় বিতর্কিতদের নাম
গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা