• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ড. ইউনূসের অভিনন্দন

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ২৩:১৬
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ড. ইউনূসের অভিনন্দন
ছবি: সংগৃহীত

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

অধ্যাপক ইউনূস বলেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

এর আগে, নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের দল।

উল্লেখ্য, ২০২২ সালে একই ভেন্যুতে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস
অচিরেই বাংলাদেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস
নেপালের প্রতিশোধ নাকি বাংলাদেশের দ্বিতীয়
ড. ইউনূসের নেতৃত্বেই বাংলাদেশের সাফল্য দেখছেন ভারতীয় ব্যবসায়ী