ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সংসদ নির্বাচনের তফসিল নিয়ে যা বললেন ইসি আনোয়ার

আরটিভি নিউজ

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৯ পিএম


loading/img
সংগৃহীত ছবি

চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল দিতে হবে। সেজন্যে জুলাইয়ের মধ্যে ইসিকে সব কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ ইনফ্লুয়েন্স কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।

ইসি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারও কথায় কিংবা সুবিধা-অসুবিধা বিবেচনা করে তফসিল দিবে না ইসি। কোনো চাপ কিংবা প্রভাবিত হয়ে ভোট করবে না কমিশন।
 
আনোয়ারুল ইসলাম আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই থাকতে হবে। তবে, কোনো সংযোজন কিংবা বিয়োজন করা যেতে পারে।
 
আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |