খালেদার লন্ডনের যাওয়ার বিষয়ে কোনও তথ্য নেই : পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সংক্রান্ত কোনও তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তার প্যারোলে মুক্তির বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে কিছু জানি না। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়েও আমাদের কাছে কোনও তথ্য নেই।
উল্লেখ্য, ৬ এপ্রিল জামালপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে।
এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার খবর নিছক প্রোপাগান্ডা।
জেএইচ
মন্তব্য করুন