ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ০৫:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন মাসুদ বিন মোমেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিজ্ঞাপন

তিনি পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। শহীদুল হক গতকাল সোমবার অবসরে গেছেন।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |