• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ: মন্ত্রিপরিষদ সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩১
করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ মন্ত্রিপরিষদ সচিব
ফাইল ছবি

করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভাইরাস যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। বললেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যাবিনেট বৈঠকের পর বিশেষভাবে আলোচনা হয়েছে। বৈঠকের পর ২০-২৫ জন বসে আলোচনা হয়েছে। প্রথমত বলা হয়েছে যেভাবেই হোক 'করোনাভাইরাস' আমাদের দেশে ঢুকতে দেয়া যাবে না। দ্বিতীয়ত উহান থেকে বাইরের দেশে যাওয়ার বিষয়ে চায়না অলিরেডি ক্লোজ করে দিয়েছে। তারপরও ওখান থেকে কেউ আসলে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে।

সচিব আরও জানান, উহানে এখনও ১৭১ জন শিক্ষার্থী আছেন। তাদের দেশে আনা হবে। কিন্তু তাদের আনতে দেশ থেকে বিমান পাঠানো যাবে না। কারণ যে বিমান পাঠানো হয়েছিল, তার পাইলট ও ক্রুদের সিঙ্গাপুরসহ অন্যান্য দেশ ভিসা দিতে চাচ্ছে না। একারণে বিমান চলাচল মন্ত্রণালয়কে চার্টার্ড বিমান নিতে বলা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ
সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ দিয়ে ইসি গঠন হবে: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আবদুর রশিদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার