• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফাইনালে ওঠা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮
ফাইনালে ওঠা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফাইল ছবি

নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। এই সাফল্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় তারা। এবার আর একটি ম্যাচ জিতলেই অভূতপূর্ব ইতিহাস গড়বেন আকবররা। আগামী রোববার তাদের প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পথে শেষ বাধা ভারত।

সাফল্যের চূঁড়ায় ওঠা হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে আর তিনদিন। তবে ফাইনালে ওঠার আনন্দও তো কম নয়। ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।

এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শেখ হাসিনা ভিডিও কলে যুব দলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। আগামীকাল শনিবার তার দেশে ফেরার কথা।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
৪ হাজার ৭৭৪ কোটি টাকার এক বিরল গোলাপ
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব: ফিফার ঘোষণা
ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ করল ফিফা