• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

দায়িত্ব নিয়ে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবো: তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৬
দায়িত্ব নিয়ে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করবো তাপস
শেখ ফজলে নূর তাপস

মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হবে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফজলে নূর তাপস বলেন, বাংলা ভাষার সঙ্গে নানা ভাষার মিশ্রণ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এখনই সময় ব্যবস্থা নেয়া। তাই দায়িত্ব নেয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনার সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার
রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক
ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র