ইন্দিরা গান্ধী ও বাজপেয়ির নামে সড়ক চায় ঘাতক দালাল নির্মূল কমিটি
রাজধানী ঢাকার যেকোনো দু’টি সড়কের নাম ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর নামে চায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। অন্যদিকে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠনের আন্দোলনকে দেশবিরোধী চক্রান্ত বলে দাবি করে সংগঠনটি।
শনিবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির।
এ সময় শাহরিয়ার কবির বলেন, ভারতের কোলকাতা ও দিল্লিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক রয়েছে। তাই মহান মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ির অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের নামে ঢাকার যেকোনো দু’টি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের দাবি জানাই। এর মাধ্যমে ভারতে বাংলাদেশের সম্মান বহুগুণে বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন মুজিববর্ষের অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করবে। একই সঙ্গে যারা মোদির সফর বন্ধ করতে চায়, তাদের প্রতিহত করতে সরকারসহ সুশীল সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনটির সহ-সভাপতি মুনতাসির মামুন, শিল্পী হাশেম খান প্রমুখ।
এজে
মন্তব্য করুন