কোনো যাত্রীই পরীক্ষা ছাড়া বিমানবন্দর ত্যাগ করছে না: পরিচালক
করোনাভাইরাস শনাক্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারটির মধ্যে দুটি থার্মাল স্ক্যানার মেশিন অকেজো। একটি ঠিক করার কাজ চলছে। কোনো যাত্রীই তাপমাত্রা পরীক্ষা ছাড়া বিমানবন্দর ত্যাগ করছে না বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদুল আহসান।
বিমানবন্দরের নিজ দপ্তরে বুধবার তিনি জানান, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় দুটি ইউনিটে দুই জন ডাক্তারসহ ৮ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। শিগগিরই আরো দুইজন ডাক্তারসহ ৮ জন স্বাস্থ্যকর্মী যোগ দেবেন। করোনাভাইরাস শনাক্তে বিমানবন্দরের স্বাস্থ্যগত পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেক যাত্রী।
যাত্রীদের অভিযোগ, তাদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিম্নমানের মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে কয়েকটি বিমান অবতরণ করায় যাত্রীদের হুড়োহুড়ির কারণে একটি মেশিন নষ্ট হয়ে গেছে। তাই যাত্রীদের হুড়োহুড়ি না করতে অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পি
মন্তব্য করুন