• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করল বাংলাদেশ বিমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০২০, ১৮:২৩
ব্যাংকক বাংলাদেশ বিমান ফ্লাইট বন্ধ
ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।

বিমান সূত্রে জানা গেছে, ঢাকা-ব্যাংকক রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো। তবে করোনার প্রভাবে গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতে ফ্লাইট বন্ধ করে বিমান।
বিশ্বের অন্য দেশগুলোতে বড় বড় বিপণিবিতান, বিমানবন্দর, বাস ও রেল স্টেশন, সমুদ্রবন্দর, সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশে।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) শুক্রবার (২০ মার্চ) জানায়, নতুন করে তিনজনসহ সারাদেশে এ পর্যন্ত ২০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় গণপরিবহন চলাচলসহ দোকানপাট বন্ধ করা হয়েছে। অপরদিকে করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার
সপ্তম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ঢাকায় সমাপ্ত
প্রথমবারের মতো নারী পরিচালক পেল বিমান
বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে