• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০২০, ১৪:৩৭
সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না
সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না (ফাইল ছবি)

আগামীকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সোমবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে এই বৈঠক না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।’

অপরদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মন্ত্রিসভা হচ্ছে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করে থাকেন।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ