• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ব্যবহারের অযোগ্য: বিআরটিএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০২০, ১৮:০২
Cars without fitness unusable from July 1: BRTA
ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ব্যবহারের অযোগ্য

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ১০ বছর বা তারও বেশি সময় ধরে ফিটনেস নেই, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আবার শুক্রবার বিআরটিএর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ হতে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল যাবৎ উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।’

‘এমতাবস্থায়, এ সকল মোটরযানের মালিকগণকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় ১ জুলাই তারিখের পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযানসমূহকে ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় প্রতিষ্ঠানের কারণে ভোগান্তিতে ৬ লাখের বেশি বাংলাদেশি
অক্টোবরে সড়কে ঝরেছে ৩৭৭ প্রাণ: বিআরটিএ
২০ বছরের পুরনো বাস-মিনিবাস প্রত্যাহারে বিআরটিএকে চিঠি
পট পরিবর্তনেও পাল্টায়নি ময়মনসিংহ বিআরটিএ