• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুক্তিযুদ্ধমন্ত্রীর স্ত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১০:৩৫
Minister AKM Mozammel Haque
মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি (ফাইল ছবি)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার আনুমানিক সকাল পৌনে আটটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ সোমবার সকালে মৃত্যুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেন।

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে এলেও স্ত্রী লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মায়ের নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
লায়লা আরজুমান বানু ২ মেয়ে, এক ছেলে ও ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় কারা হেফাজতে আ.লীগ নেতার মৃত্যু
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
কবরস্থানের দেয়ালধসে শিশুর মৃত্যু, আহত ৬
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড