সাত বছরের সকল রেকর্ড ছাড়ালো আজকের তাপমাত্রা
বাংলাদেশকে ছয় ঋতুর দেশ বলা হলেও এখন সেই ছয় ঋতু তেমন চোখে পড়ে না। বছরের দীর্ঘ সময় শীত ও রোদের মৌসুমে শেষ হয়ে যাচ্ছে। এবার যেন শীতের মৌসুম ছিল দীর্ঘদিন। রোদের তাপমাত্রাও গত সাত বছরের তুলনায় আজকে রোববার (২৫ এপ্রিল) ছিল বেশি। বছরে বছরে আবহাওয়া যেন একটা বিরাট পরিবর্তন ঘটছে।
সাত বছরের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজকের আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
হাফিজুর রহমান আরও বলেন, তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে। তাতে আরও কিছু তাপমাত্রা বাড়তে পারে।
-
আরও পড়ুন.. করোনায় গত ২৪ ঘণ্টায় ফের শতাধিক মৃত্যু
এফএ/পি
মন্তব্য করুন