• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-ঢাকা লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ 

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ১১:১৫
Bhola-Lakshmipur, Bhola-Dhaka launches and ferries are closed
ঝড়োবাতাসের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন, ছবি: প্রতিনিধি

ভোলায় আজ (বুধবার) সকাল থেকে নিম্নচাপের প্রভাবে ঝড় ও বৃষ্টি হচ্ছে। ঝড়োবাতাসের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

উত্তাল হয়ে ওঠা মেঘনা নদীর অতিজোয়ারের ফলে ফের আঘাত হানে জেলা শহররক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শতাধিক শ্রমিক গত রাত থেকে বাঁধরক্ষায় কাজ করছে। প্রতিবারেই বাঁধের ধসে যাওয়া অংশ মেরামত করলেও অতিজোয়ারের সময় তা ধসে মেঘনার পানি প্রবেশ করে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান জানান, তারা এখন বালি ভর্তি জিও টেক্সটাইল টিউব ডাম্পিং করে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক আরটিভি নিউজকে বলেন, পানির তোড়ে ও ঝড়োবাতাসে মেঘনার অতিজোয়ারে জেলার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া প্লাবিত হয়েছে ২১টি চর। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ২০০ মেট্রিক টন চাল ও ৬ লাখ টাকার শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়