ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জবির প্রধান ফটকে বাস-রিকশা সংঘর্ষে নিহত ১

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২ , ০৩:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে একটি বাস ও রিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার পরিবহনের একটি বাস যাত্রীসহ রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মার্কেটের সিঁড়ির ওপর বাসটি তুলে দিলে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে যায়। এ ঘটনায় বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিল। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে।

জানা যায়, আহত একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাস। তার মাথার পেছনের দিকে ৬টি সেলাই দেওয়া হয়েছে এবং পিঠে ও ঘাড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহত ব্যক্তি মুন্সিগঞ্জে থাকতেন এবং তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া। বাড়িতে খবর দেওয়া হয়েছে ও লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. হাসান মিয়া আরটিভি নিউজকে জানান, আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |