ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডিপিডিসির কাজের জন্য বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

আরটিভি নিউজ

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ১২:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজের জন্য রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মার্চ) সকালে ডিপিডিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিরঝিল-মগবাজার সড়ক বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিকানাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে হাতিরঝিল লেকের দক্ষিণ পাশের রাস্তা খনন করে ১৩২ কেভি ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ চলছে। কাজ চলাকালে হাতিরঝিলের মহানগর প্রান্ত হতে মগবাজার পর্যন্ত একমুখী রাস্তার দুইটি অংশের একটি অংশ (সার্ভিস লেন) সাময়িক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এ সময় যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিকল্পনা অনুযায়ী যানবাহনসমূহকে উক্ত এলাকায় চলাচলের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এ সড়কে চলাচলকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |