রাজধানীতে ফলের আড়তে মিলল বৃদ্ধার মরদেহ
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি কলার আড়তের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল।
সাইফুল ইসলাম জানান, নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন
ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূর গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান গণামাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থি এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।
আরটিভি/আইএম
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট কাজ করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরটিভি/আইএম/এস
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বুয়েট ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুনতাসির মাসুদ এবং আহতরা হলেন অমিত সাহা ও মেহেদী হাসান। তারা তিনজনই বুয়েটের কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।
নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বাকি দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। পরে একজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বাকি দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আরটিভি/আইএম/এস
ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন তথ্য জানাল পুলিশ
রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এসে গ্রেপ্তার ৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল। চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করেছিলেন তারা।
শুক্রবার (২০ ডিসেম্বর) এসব তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি বলেন, ‘কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়ে ফুটবল খেলতে গিয়ে পরিচয় হয় এই তিন ডাকাতের। ডাকাতিতে নেতৃত্ব দেওয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে।’
তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা তা জানতে রিমান্ড চেয়ে তিন আসামিকে আদালতে তোলা হবে। ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত ব্যাংকের কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।’
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এরপর পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা।
আরটিভি/এসএপি/এআর
বাবা তুমি শান্তিতে ঘুমাও, নিহত বুয়েট ছাত্রের মা
‘বাবা তুমি শান্তিতে ঘুমাও। আবার আমাদের দেখা হবে’ বলে একমাত্র ছেলেকে শেষবিদায় দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মা রাইসা সুলতানা।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখতে অ্যাম্বুলেন্সের সামনে আসেন রাইসা সুলতানা। মুহতাসিমের মুখের ওপর থেকে কাপড় সরাতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে রাইসা সুলতানা বলেন, কামরুল নামে মুহতাসিমের এক বন্ধু ভোরে ফোন করে জানায়, মুহতাসিম দুর্ঘটনায় মারা গেছে। ছেলের মৃত্যুর খবর প্রথমে আমি বিশ্বাস করেনি।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বুয়েট ক্যাম্পাসে যায় মুহতাসিম। কথা ছিল ১১টার মধ্যে বাসায় ফিরবে। বাসায় না ফেরায় সাড়ে ১১টার দিকে ছেলেকে ফোন দিই। ছেলে বলে পুরান ঢাকায় বন্ধুদের সঙ্গে খাচ্ছে। রাতে হলে থাকবে, বাসায় ফিরবে না। ছেলের সঙ্গে কথা বলেই আমি ঘুমাতে যায়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া বলেন, সাবেক সেনা কর্মকর্তার ছেলে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এক ছেলে ও এক মেয়েকে নিয়েই ছিল মাসুদ মিয়া ও রাইসা সুলতানা দম্পতির সংসার। দুই সন্তানের পড়াশোনাকেই সবচেয়ে গুরুত্ব দিতেন তারা। ছেলে মুহতাসিম মাসুদ (২২) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর মেয়ে পড়ে ঢাকার একটি স্কুলে দশম শ্রেণিতে। তাদের দুজনকে নিয়েই গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ, অমিত সাহা ও মেহেদী হাসান। পরে তিন বন্ধু মিলে ৩০০ ফিট সড়কে ঘুরতে বের হন। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার সেই চেকপোস্ট অতিক্রম করে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোহতাসিম। তার অপর দুই বন্ধুকে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে। ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মাসুদের পিতা ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে মুহতাসিমের লাশ নেওয়া হয় গ্রিনরোডের ওই বাসায়। সেখানে আগ থেকেই উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন ও মুহতাসিমের সহপাঠীরা।
আরটিভি/এসএপি/এআর
মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু স্থানে বৃষ্টির খবরও পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) এ অবস্থার অবসান ঘটবে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই লঘুচাপের কারণে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)।
এ কে এম নাজমুল হক জানান, শনিবার পরিবেশ মেঘাচ্ছন্নই থাকবে। রোববার ঢাকাসহ উত্তর অঞ্চলে কিছুটা সূর্যের দেখা পাওয়া যাবে। তবে সকালের দিকে না হলেও দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে। আর পরিবেশের এমন গুমোট অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)।
শিগগিরই ঢাকা ও আশপাশের অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনাও নেই বলে জানান এ আবহাওয়াবিদ।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকাল ৬টায় (২১ ডিসেম্বর) এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আরটিভি/এসএপি
বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ছুটিতে থাকা পুলিশ সদস্য রুহুল আমিন (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
গুলিবিদ্ধ পুলিশ সদস্য রুহুল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার স্বামী মেডিকেল লিভে বাড়িতে এসেছিলেন। কথা ছিল জানুয়ারির ৫ তারিখে তিনি কর্মস্থলে যোগ দেবেন। এর মধ্যে গত রাত সাড়ে ১১টার দিকে অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার বাম হাতে দুটি ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমার একটি মাত্র মেয়ে। আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। কারণ, চিকিৎসক বলেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা গজারিয়া থানা পুলিশকে জানিয়েছি।
আরটিভি/আইএম