রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি কলার আড়তের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল।
সাইফুল ইসলাম জানান, নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।