ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ , ০২:২৪ এএম


loading/img
ফাইল ছবি

টাঙ্গাইল- আসনে নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- ইউপি সদস্য হাসেম, আব্দুর রাজ্জাক আকাল মিয়া আকালু।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)

বিজ্ঞাপন

এর আগে, সোমবার সন্ধ্যায় ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন আহত বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ঘটনায় ছয়জনের নামোল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে স্বতন্ত্র (ঈগল) প্রার্থীর তিনজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজার ্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ্যাবের লিগ্যাল আ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে গুলিতে আহত হন নৌকার সমর্থক বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |