• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৩
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. নাসিম (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিচু ধুসি গ্রামের মো. সুলতানের ছেলে নাসিম। তুরাগ থানাধীন ১২ নম্বর সেক্টর খালপাড় নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। পেশায় নাসিম রাজমিস্ত্রী।

নাসিমের সহকর্মী আবুল কাশেম বলেন, নির্মাণাধীন ১০ তলা ভবনের আট তলায় দড়ি দিয়ে মালামাল ওঠানোর সময় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নাসিম। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা
সোহরাওয়ার্দীতে এবার সাদপন্থিদের মহাসমাবেশের ডাক
দেশে আনার ১৪ বছর পর জব্দ হলো বিএমডব্লিউ, কারণ কী?
রাজধানীর তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ