শিশু আয়হামের মৃত্যু
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেএস হাসপাতালের কার্যক্রম বন্ধ
সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এসে সাংবাদিকদের এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।
তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেএস হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নতে খতনার জন্য অ্যানেস্থেশিয়া দেওয়া হয় শিশুটিকে। যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আয়হাম। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।
এ ঘটনায় তার বাবা ফখরুল ইসলাম মামলা দায়ের করেছেন। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও এই হাসপাতালকে অনুমোদনহীন ঔষধ রাখার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
মন্তব্য করুন