শবেবরাতের রাতে প্রাণ গেল ছাত্রদল নেতার
শবেবরাতের রাতে রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় ওয়াদুদ রহমান শাওন নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওয়াদুদ রহমান শাওন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রার বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
প্রবাসীদের জন্য লাউঞ্জ হচ্ছে শাহজালালে, স্বল্পমূল্যে মিলবে খাবার
যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেবিচকের প্রধান কার্যালয়ে অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে ধারণক্ষমতা থেকেও অনেক বেশি যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। বেবিচক সেবা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য বিমানবন্দর টার্মিনালে বিশেষ লাউঞ্জ তৈরি করা হচ্ছে। এ ছাড়া তাদের স্বজনের জন্য বিমানবন্দরে বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় করা হচ্ছে আরেকটি বিশেষ লাউঞ্জ। সেখানে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার প্রমুখ।
আরটিভি/এফআই-টি
পুলিশের কাজে গতি ফেরাতে যুক্ত হচ্ছে ৫০ গাড়ি
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। এটিকে সামনে রেখে আমাদের গাড়ির বহরে আরও ৫০টি গাড়ি যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ সময় নতুন ১০টি গাড়ি হস্তান্তর করা হয়।
হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘এই ৫০টি গাড়ির অংশ হিসেবে আজকে আমাদের গাড়ি বহরে ১০টি গাড়ি যুক্ত করব। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যোগ হবে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব গাড়ি ব্যবহৃত হবে।’
তিনি জানান, প্রাথমিকভাবে এই ১০টি গাড়ি উত্তরা পূর্ব থানা, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হচ্ছে।
এই গাড়িগুলো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে থানার কর্মকাণ্ড আরও গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধ দমনে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
শওকত আলী জানান, আন্দোলন পরবর্তী সহিংসতার ঘটনায় ২২টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮৬টি, এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে দেখা গেছে, তাদের প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরটিভি/এসএপি-টি
রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নিহত
রাজধানীর বাড্ডায় বাসচাপায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তাসনিম জাহান আইরিন (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার প্রগতি সরণি সড়কে ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আইরিন শাবিপ্রবির বিবিএ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজধানীর নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন তিনি।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি ওই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর নিহতের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।
আরটিভি/এসএপি-টি
সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীতে একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে মোহাম্মাদপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ডাকাতি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল চার থেকে পাঁচটি হাইস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল। সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।
ভুক্তভোগী বাড়ির মালিক আবুবক্কর সিদ্দিক বলেন, গতকাল রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুইজন এসে আমার দুই হাত ধরে বলে, তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম, আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মাদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর পরিচয় দিয়ে একটি বাসায় ঢোকে একদল মানুষ। বাড়ির মালিকের কাছে অস্ত্র আছে, এমন অভিযোগ তুলে ভাঙচুর করা হয় বাসার আসবাবপত্র, তল্লাশি করা হয় বেশ কিছু আলমারি। একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়। এ সময় লুট করা হয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
অভিযোগ করে ভবনের বাসিন্দারা আরও জানান, বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
আরটিভি/আইএম-টি
শাহবাগে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগ মোড়ে। চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে তাদেরকে।
বিক্ষোভরতদের সড়ক অবরোধের কারণে শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ১০টার দিকে কয়েকশ’ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আরটিভি/এসএইচএম-টি
তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা: বিচারপতি মতিন
সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করে দেন শেখ হাসিনা।
শনিবার (১৯ অক্টোবর) সিআরডিএপি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
কিছু অধিকার সব কিছুর ঊর্ধ্বে দাবি করে এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে সে সব অধিকার প্রয়োগ করেছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।
এ সময় তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাখতে হবে, নাহয় তা সংশোধন করতে হবে। এর বিকল্প নেই বলেও মত দেন সাবেক এই বিচারপতি।
আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবিভাগ স্বাধীন ছিল না মন্তব্য করে একই অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনের মাধ্যমে গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছিল। একই অবস্থা ছিল বিচারবিভাগেরও। বিচারবিভাগ ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল।
বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি বলে মতদেন এই আলোচক।
আরটিভি/এএইচ-টি
বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসি-সমমানের পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন একদল পরীক্ষার্থী।
রোববার (২০ অক্টোবর) বিক্ষোভ পালনকালে তাদের ওপর হামলা হয়েছে বলেও দাবি করেছেন বিক্ষোভকারীরা। হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতোমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য তারা সবগুলো বিষয়ে ‘ম্যাপিং’ পদ্ধতি অনুসরণের মাধ্যমে ফলাফল নতুন করে প্রকাশের দাবি জানাচ্ছেন।
রোববার বেলা সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল পরীক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছায়।
একপর্যায়ে ফলাফল নিয়ে অসন্তুষ্ট ওই শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। তারা দাবি করছেন, বোর্ডের ভেতরে তাদের ওপর হামলা হয়। এই হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এমনকি তারা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের কক্ষেও ঢুকে পড়েন। বোর্ড চেয়ারম্যানকে ঘিরে সেখানে বিক্ষোভ করছেন তারা। ফল বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাতিল পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে ফল তৈরি করেছি। এখানে কেউ বঞ্চিত বা বৈষম্যের শিকার হওয়ার প্রশ্নই আসে না। তারপরও শিক্ষার্থীরা কী বলতে চায়, শুনবো। সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে আমরা অবগত করবো।
শিক্ষার্থীদের ওপর হামলার ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন জানান, ফলাফলে বৈষম্য হয়েছে—এই অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে তারা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। একপর্যায়ে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন তারা। নথিপত্রসহ অন্যান্য জিনিসপত্র রক্ষায় বোর্ডের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দেন। তখন ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা এখনও বোর্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীরা প্রতিনিধি দল ঠিক করে দিলে, পুলিশ ও কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করবে।
আরটিভি/এসএইচএম