• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

এবার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁ বন্ধ করে পালাল কর্মচারীরা

আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ১৫:৫২
ছবি : সংগৃহীত

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁ আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে নামে প্রশাসন। তারই অংশ হিসেবে আবাসিক ভবনে রেস্তোরাঁ ও অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি খুঁজতে কাচ্চি ভাই রেস্তোরাঁয় অভিযান চালাতে যান ভ্রাম্যমাণ আদালত। কিন্তু অভিযানের আগাম খবর পেয়ে ফটকে তালা দিয়ে আগেই পালিয়ে যান রেস্তোরাঁটির কর্মচারীরা।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন খিলগাঁও এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার অন্য রেস্তোরাঁগুলোও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। যেগুলো খোলা ছিল সেগুলোতে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। একই ঘটনা ঘটে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয়। আগেই পালিয়ে যাওয়ায় পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়েই চলে যান ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে দেখা যায়, খিলগাঁওয়ের কাচ্চি ভাই রেস্তোরাঁর ফটকে তালা আর সামনে ছোট ব্যানার ঝুলছে। এতে রেখা রয়েছে, রেস্টুরেন্টের উন্নয়ন কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ; আদেশক্রমে কর্তৃপক্ষ।

এদিন সকালে কাগজপত্র দেখাতে না পারায় সুলতান’স ডাইন রেস্তোরাঁটি সিলগালা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন। এর আগে শহীদ বাকি সড়কের একটি সাততলা আবাসিক ভবনে পাঁচটি রেস্তোরাঁ গড়ে উঠায় ভবনটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজারীবাগে চাঁদাবাজ গ্রুপের মূলহোতা হৃদয় গ্রেপ্তার
হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে ইসমাইলের মৃত্যু, ৫ জন কারাগারে
রাজধানীর ৬ স্থানে বসছে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’
স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি রেস্তোরাঁ মালিকদের