• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে

আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২৪, ০৬:২২
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনো ফায়ার সার্ভিসের ৯টি ইউনি কাজ করছে। পানির স্বল্পতা ও রাসায়নিকের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৩ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, আশপাশে পানির উৎস না থাকায় এবং রাসায়নিকের কারণে প্রচণ্ড ধোঁয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়। ভোর ৫টার দিকে আগুনের তীব্রতা কমে গেলেও ধোঁয়া রয়েছে চতুর্দিকে। এছাড়া আশপাশে বিকল্প পানির উৎস না থাকায় পানির সংকট রয়েছে।

রাশেদ বিন খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পত্রিকার আগে অনলাইনে ‘ডিকে নিউজ’
ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট