• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 

আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৪, ১৩:১৯
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
ফাইল ছবি

বাংলাদেশকে ভালোবাসতে হলে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার (২৬ মার্চ) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

এতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে এবং বিদেশের কোনো কোনো কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করার সংবাদ ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আরও আসবে। কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরও বলেন, সুনাগরিক হতে হলে দেশকে ভালোবাসতে হবে। আর তা করতে হলে বিকৃত ইতিহাসের বদলে বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস এবং বঙ্গব্ন্ধর আজীবনের সংগ্রাম ও অবদানের কথা সবাইকে জানতে হবে। আসুন আমরা সবাই দেশটির প্রকৃত ইতিহাস জানি এবং বিশেষ করে নতুন প্রজন্মকে জানাই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
‘বাঙালি’ নয় ‘বাংলাদেশি’ নাগরিকত্বের সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও সংবিধানে পাঁচ মূলনীতি চায় সংস্কার কমিশন