• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ০০:২৩
বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি : আরটিভি

বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিকা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিকা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকার সভাপতি লায়ন মো. সালাউদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ন গ্রুপের পরিচালক মাহির আলী রাতুল, আকিজ গ্রুপের হেড অব ব্র্যান্ডিং শাহরিয়ার আলম, বারবি ডিজাইনের পরিচালক রায়েক আলম ও জারির আলম, কাসেম গ্রুপের ডিরেক্টর আদিব চৌধুরী, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. হেমায়েত হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন রাসেল, সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মারুফ লিয়াকত, যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুন নুর আকন রাসেল, অর্থসম্পাদক ফারসাদুল হক সৌরভ, দপ্তর সম্পাদক ইঞ্জি. সুকান্ত ভাবুক, নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন প্রমুখ।

পাশাপাশি বিকার নির্বাহী কমিটির সদস্য, ফাউন্ডার মেম্বারসহ ইন্টেরিয়র সেক্টরের বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও স্বত্ত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বনির সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত ঋত্বিকার
বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো সাইদুল পেলেন জীবিকার সহায়তা
বিকাশে চাকরির সুযোগ, কাজ অফিসে
সুস্থ সংস্কৃতির বিকাশে বাংলাদেশকে সহযোগিতা করবে ফ্রান্স