বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়া নিমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (২৭) নামের এক মিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজের সহকর্মী সাইফুল ইসলাম বলেন, আমরা পেশায় টিউবওয়েল মিস্ত্রি। ডেমরার কোনাপাড়া নিমতলী এলাকায় সাবমার্সিবল পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় হঠাৎ ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তিনি পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ফিরোজের গ্রামের বাড়ি সুনামগঞ্জের সদর থানার বানানী পাড়া এলাকায়। তিনি ওই এলাকার আলী হোসেনের ছেলে। ফিরোজে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য করুন