• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২৪, ১২:৫৩
মাহি রশিদ দীপ্ত
ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে অতিরিক্ত মদপান করায় মো. মাহি রশিদ দীপ্ত (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে নিউমার্কেটে এলিফ্যান্ট রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

দীপ্ত ব্রিটিশ কাউন্সিলের ও লেভেলের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামে। দীপ্ত মামুনুর রশিদ মামুনের সন্তান। তিনি নিউমার্কেটের এলিফ্যান্ট রোড ৭/এ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, নিউমার্কেটের এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় বন্ধুবান্ধব নিয়ে অতিরিক্ত মদপানে দীপ্ত অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার সড়কে আইন লঙ্ঘন, চার মাসে জরিমানা প্রায় ৫০ কোটি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’