• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

ঘরে ঝুলছিল তরুণের মরদেহ

আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামের এক রিকশাচালকের হাত-পা বাঁধা গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে জামাল।

পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, সিপাহীবাগ ঝিলপাড় হাসমতের টিনসেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়িতে গিয়েছেন। এরপর থেকে বাসাটিতে একাই ছিলেন জামাল।

গত রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখা যায়, রুমের ভেতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে জামালের দেহ। তবে তার হাত-পা বাঁধা। পরবর্তীতে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে: ব্যারিস্টার সুমন
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত করা হলো শিক্ষার্থীদের, পাবেন সম্মানী
‘চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এমন সন্তানদের খুঁজছে পুলিশ’
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তার পদায়ন