• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৪
ফাইল ছবি

স্ত্রী বিদেশে থাকাবস্থায় কিশোরী মেয়েকে ধর্ষণের অপরাধে রাজধানীর কেরানীগঞ্জের নূরে আলম ফকির (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ছয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করলেন বিচারক।

জানা গেছে, মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় থাকতেন নূরে আলম। স্ত্রী বিদেশে থাকাবস্থায় ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে মামলা করে মেয়েটি। ঘটনার তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন। একই বছরের ৩০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফোরকান বলেন, রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
যে দেশে ইসলাম প্রচার করলে হতে পারে মৃত্যুদণ্ড
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা