ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ১০:২৭ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীতে মাসুদুর রহমান নামের এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ।

বিজ্ঞাপন

রোববার (১২ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল গ্রামের আবুল হাসেমের পুত্র মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা মাসুদুর রহমানের সম্পদ বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যা তিনি ভোগ দখলে রেখে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বিজ্ঞাপন

অপর একটি এজাহারে মাসুদুর রহমানের স্ত্রী এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে চার কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৬৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। বর্তমানে রাজধানীর মধ্য বাড্ডায় বসবাস করছেন এই দম্পতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |