• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

চকবাজারে ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ০০:০২
চকবাজারে ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

রাজধানীর চকবাজারে ৬ তলাবিশিষ্ট একটি ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. মফিজুল ইসলাম (২৪) নামে এক যুবক।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হাজী মোহাম্মদ বাদল জানান, ইসলামপুরে আমার কাপড়ের ব্যবসা পরিচালনা করতো আমার ভাতিজা মফিজুল। আজ ছুটির দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই রাতের বেলা কামালবাগের ভাড়া বাসার ছাদে মফিজুল হাঁটাহাঁটি করছিল। তখন আমি ওই ভবনের দ্বিতীয় তলায় আমার ফ্ল্যাটে ছিলাম। তার দুর্ঘটনার খবর পেয়ে নিচে নেমে দেখি সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আমি জানতে পারি, ছাদ থেকে পড়ে গিয়েছিল সে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাতিজা আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, সে ওই ভবনের ছাদ থেকে কীভাবে নিচে পড়ে গেল সে বিষয়টি এখনও জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকবাজারে অগ্নিকাণ্ড : ‘কমিশনার ভবনটি’ ভরা ছিল কেমিক্যালে
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে
চকবাজারে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতির শঙ্কা