• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজধানীতে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ২৩:৩৭
গাছ ভেঙে পড়ে  দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকার
ছবি: সংগৃহীত

রাজধানীতে গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব আল হাসান।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে রাজধানী বাংলামােটর এলাকায় প্রাইভেটকারের ওপরে একটি গাছ ভেঙে পড়েছে সংবাদ আসে। পরে আমাদের একটি দল গিয়ে প্রাইভেটকারের ওপর থেকে গাছটিকে সরানোর কাজ করে। রাস্তা থেকেও গাছটিকে সরানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি এ ঘটনায় গাড়ির চালক কিংবা যাত্রী হতাহত হয়নি । তবে গাছটি ওপরে পড়ায় গাড়িটি ভেঙে দুমড়েমুচড়ে গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর