• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

৭২ জনকে নিয়োগ, ভিকারুননিসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১৮:৪৯
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে ৭২ শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০মে) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহল হক বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, অধ্যক্ষ হিসাবে দায়িত্বপালনকালে ২০১৬ সালের ২০ এপ্রিল কামরুন নাহার এক আদেশে অবৈধ প্রক্রিয়া শুরু করে ৭২ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রদান করেছেন। যা অপরাধমূলক অসদাচরণ করে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বেশ কয়েকজন শিক্ষক অবসর গ্রহণ করার কারণে যাদের নিয়োগ করা হয়েছে তাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। নিয়োগের ক্ষেত্রে কামরুন নাহার এনটিআরসির মাধ্যমে শূন্যপদে স্থায়ী নিয়োগ না দিয়ে, কোনো প্রকারের জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ না করে, কোনো লিখিত পরীক্ষা না নিয়ে, অভ্যন্তরীণ শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করে শুধুমাত্র শিক্ষাগত সনদ যাচাইয়ের মাধ্যমে একক আদেশে মোট ৭২ জন শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে ৩৩ জন শিক্ষার্থীকে শাস্তি, জানা গেল নাম পরিচয় 
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে, জানালেন এনসিটিবি চেয়ারম্যান
প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ