ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢামেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ‘মানা’

আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ০৭:৩৭ পিএম


loading/img
ছবি সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

 শনিবার (৮ জুন) এ খবর জানা গেছে। এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কয়েকজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, এর আগে কোনো পরিচালক এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন সে বিষয়ে আমরা বলতে পারছি না। এর জবাব তিনিই ভালো দিতে পারবেন।

জানা যায়, এই চিঠি যেদিন ইস্যু করা হয়েছে সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহবাগ থানায় একটি মামলা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |