• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সাদিক এগ্রোর দখল থেকে উদ্ধার করা অংশে খাল খনন শুরু

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ১৫:৫৯

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্মের অবৈধ দখল থেকে উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৮ জুন) দুপুরে মোহাম্মদপুরের বেঁড়িবাধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক এগ্রোর দখল করা জায়গায় খনন কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান বলেন, সাদিক এগ্রোর উদ্ধার করা অংশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকা আজ (শুক্রবার) দুপুরে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।

গতকাল ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয়; যার মধ্যে সাদিক এগ্রোর দখল করা খালের অংশও ছিল।

এ বিষয়ে ঢাকা ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, আগামী তিন দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতোমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান ও প্রাণিসম্পদের দুই কর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা 
ভ্যাট ফাঁকি দিতে সাদিক এগ্রোর ১০ কোটি টাকার তথ্য গোপন
কোটি টাকার সেই ‘উচ্চবংশীয়’ গরুসহ সাদিক এগ্রোর ৬ গরু জব্দ
সাদিক এগ্রোর ‘ব্রাহমা কেলেঙ্কারি’ তদন্তে এবার বিমানবন্দর কাস্টমসে দুদক