• ঢাকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
logo

আলোচিত সেই ১৫ লাখের ছাগল লাপাত্তা

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ২৩:৪১
ছবি: সংগৃহীত

গ্রাহক ও মালিকের দুর্নীতি ফাঁসের কারণ সাদিক এগ্রোর আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটি এখন লাপাত্তা। ইমরানের কোনো খামারেই ছাগলটি দেখা যাচ্ছে না।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির চারটি খামারে ছাগলটির দেখা মেলিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সাদিক এগ্রোর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার ১ নম্বর সড়কের খামার ও মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৭ নম্বর সড়কের খামার উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। এ সময় ১৫ লাখের আলোচিত ছাগলটি ১ নম্বর সড়কের খামারেই ছিল। ওই দিনই গরু ও ছাগল খামারের অন্য অংশে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সেখানে প্রতিষ্ঠানটির অন্যান্য ছাগল, দুম্বার দেখা মিললেও ১৫ লাখের ছাগলটি পাওয়া যায়নি। আলোচিত ১৭৫ কেজি ওজনের ছাগলটি খুঁজতে নবীনগর হাউজিং এলাকার ১৫ ও ১৬ নম্বর সড়কের দুই খামারেও গেলেও সেখানে ছাগলটির দেখা মেলেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উচ্ছেদের পর অনেক পশু গাড়িযোগে নিয়ে যাওয়া হয়। সাভারে সাদিক এগ্রোর আরও একটি খামার আছে। ছাগলটি সেখানে নেওয়া হতে পারে।

এ বিষয়ে খামার সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে সাদিক এগ্রোর খামারে মিলল সেই ১৫ লাখ টাকার ছাগল
‘উচ্চবংশীয়’ নয়, সাদিক এগ্রোর ফার্মে মিলল ১৩ নিষিদ্ধ গরু
রাজধানীতে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টি
সাদিক এগ্রোর ‘জালিয়াতি’ অনুসন্ধানে সাভারের খামারে দুদকের অভিযান